কসবা গণধর্ষণকাণ্ডে বিচারের দাবিতে রাস্তায় নামল লেক লাভার্স ফোরাম

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কসবার ভয়াবহ গণধর্ষণকাণ্ডে গোটা শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই নৃশংস ঘটনার প্রতিবাদে আজ রাস্তায় নামল পরিবেশ সচেতন সংগঠন লেক লাভার্স ফোরাম। প্রবল দুর্যোগের আশঙ্কাকেও উপেক্ষা করে সংগঠনের সদস্যরা প্রতিবাদ মিছিল করেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুততম হাইকোর্টের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানান।

প্রতিবাদ মিছিলের শেষে কসবা থানায় গিয়ে ফোরামের পক্ষ থেকে এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেন। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন সকলে।

এই আন্দোলনের নেতৃত্ব দেন বিশিষ্ট পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ এবং সমাজকর্মী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়, যিনি ‘লেক মমতা’ নামেও পরিচিত। তাঁদের নেতৃত্বে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, সমাজকর্মী এবং যুবসমাজ একত্রিত হয়ে মিছিলে সামিল হন। সবাই একসঙ্গে এই বর্বর ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত ন্যায়বিচারের দাবি তোলেন।

প্রতিবাদকারীরা জানান, রাজ্যজুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ বাড়ছে। প্রশাসনের প্রতি তাঁদের দাবি, অবিলম্বে আইনশৃঙ্খলা আরও কড়া করা হোক এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!