📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরকে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম চিহ্নিত করে তা বন্ধ করার ঐতিহাসিক রায়কে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) আন্তরিকভাবে স্বাগত জানায়।
রায় অনুযায়ী যদি কোনও অফিসিয়াল কাজে ইউনিয়ন রুম ব্যবহার করতে হয়, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা রেজিস্ট্রারের লিখিত অনুমতি গ্রহণ করতে হবে। বিনোদনমূলক কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে ইউনিয়ন রুম ব্যবহার করা যাবে না। এবিভিপি মনে করে, এই রায় রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার পরিবেশে ফিরিয়ে আনতে এক যুগান্তকারী পদক্ষেপ।
এবিভিপি দীর্ঘদিন ধরে বলে এসেছে, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তথাকথিত ইউনিয়ন রুম গুলিকে রাজনৈতিক দলের আড্ডা ও বিভিন্ন অনৈতিক কাজের জন্য ব্যবহার করা হচ্ছে, যার ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বহু কলেজে সাধারণ ছাত্রছাত্রীরা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয় অথবা ভয়ের পরিবেশে পড়াশোনা করছে।
এবিভিপি রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার বলেন, “অনেক দেরিতে হলেও আমরা এই রায়কে সাধুবাদ জানাই। যারা ইউনিয়ন রুমকে কাজে লাগিয়ে কলেজ ক্যাম্পাস দখল করে রাজনৈতিক দাদাগিরি চালাত, আজ তারা ধাক্কা খেয়েছে। এখন সময় এসেছে প্রকৃত ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার। আমরা সরকারের কাছে জোরালোভাবে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানাই। ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে, নির্বাচনের মাধ্যমে বৈধ ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে হবে, তবেই আবার ইউনিয়ন রুম খোলা যাবে।”