পান্ডবেশ্বরে আবারও তৃণমূলের অন্দরে অসন্তোষ, মহিলা কমিটির প্রশ্নের মুখে বিধায়ক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফরিদপুর মহিলা কোর কমিটি, সম্প্রতি একটি সোস্যাল মিডিয়া পোস্ট করে, সরব হয়েছেন এলাকার অবহেলিত রাস্তা মেরামতের দাবিতে। বহুদিন ধরেই ফরিদপুর-মাধাইগঞ্জ সংযোগ রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা একাধিকবার রাস্তা মেরামতের দাবি তুললেও প্রশাসনের পক্ষ থেকে তা কার্যকর করা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার দুরবস্থার কারণে রোগী পরিবহণের টোটো উল্টে যাওয়ার ঘটনা ঘটছে, বর্ষার মধ্যে হাটা পর্যন্ত যাচ্ছেনা, এমনকি কেউ সাপের কামড়ের শিকার হলেও সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে – এই বিষয় এলাকার তথাকথিত ‘স্বনামধন্য মোড়লরা’ জানিয়েছে, লাউদোহা গ্রামের আনাচে-কানাচে আরও অনেক রাস্তা রয়েছে, সেগুলি মেরামত না হওয়া পর্যন্ত এই রাস্তা মেরামতের প্রয়োজন নেই। এই বক্তব্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ।

এরই মধ্যে ফের তৃণমূলের অন্দরে চাপা ক্ষোভের আভাস মিলছে। কিছুদিন আগে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে তৃণমূল রাজ্য সম্পাদক দাশু বাবু -র বক্তব্য, দলের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্য খবরের শিরোনামে এসেছিল। এবার মহিলা কমিটির প্রকাশ্য প্রশ্নের মুখে পড়লেন পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। স্থানীয় সূত্রের খবর, বিধায়কের প্রতি দলের অন্দরেই অসন্তোষ ধীরে ধীরে বাড়ছে।

বিরোধীরা ইতিমধ্যেই এই পরিস্থিতিকে হাতিয়ার করে বিধায়ক ও তৃণমূলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে দলের অন্দরের এই মতবিরোধ ও ক্ষোভ, শাসক দলের কাছে বড় সংকেত।

error: Content is protected !!