📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তর কলকাতার পুজো গুলির মধ্যে অন্যতম হলো তেলেঙ্গাবাগান পুজো কমিটির দুর্গাপুজো। প্রতিবছরই থাকে নতুন ভাবনা, নতুন নতুন চমক। ২০২৫ এ ৬০ তম বর্ষে থিম ‘ সূত্রপাত ‘। সৃজনে পরিমল পাল। সম্প্রতি সম্পন্ন হল খুঁটি পুজো । উপস্থিত ছিলেন বিধায়ক সুপ্তি পান্ডে, কন্যা শ্রেয়া পান্ডে, পুজো উদ্যোক্তা সহ আরো অনেকে। জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। এখন অপেক্ষা পুজোর উদ্বোধনের।
‘সূত্রপাত’ দিয়ে দুর্গাপুজোর সূচনা তেলেঙ্গাবাগানের
