স্নায়ুর রোগে সংকটজনক সৌগত রায়! জড়িয়ে যাচ্ছে কথা, ভোগাচ্ছে একাধিক সমস্যা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  গুরুতর অসুস্থ প্রবীণ সাংসদ সৌগত রায়। একাধিক শারীরিক সমস‌্যা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। মঙ্গলবার রাতে হাসপাতালের তরফে জানানো হয়েছে, কথা জড়িয়ে যাচ্ছে সৌগতবাবুর। শিরদাঁড়ার নীচের ব‌্যাথায় কাতর তিনি। সোমবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, ভারনিক এনসেফালোপ‌্যাথিতে আক্রান্ত ৭৭ বছরের সাংসদ। একাধিক কারণে এই অসুখ হতে পারে। ভিটামিন বি ওয়ানের ঘাটতি যার মধ্যে অন‌্যতম। অপুষ্টি থাকলে শরীরে বাসা বাধতে পারে এই অসুখ। অথবা পুষ্টিকর খাবার খেলেও ভিটামিন বি ওয়ান শরীরে শোষণ হচ্ছে না তাঁর।

error: Content is protected !!