তেলেঙ্গানা বাগানের খুঁটিপুজো সম্পন্ন, এবছরের থিম ‘ সূত্রপাত ‘

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  কলকাতার আকর্ষণীয় পুজো গুলির মধ্যে অন্যতম উত্তর কলকাতার তেলেঙ্গানা বাগানের দুর্গাপুজো। ২০২৫ এর খুঁটিপুজো সম্পন্ন হল সদ্য। এবছর পুজোর ৬০ তম বর্ষ। থিম – সূত্রপাত। সৃজনে পরিমল পাল। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুপ্তি পান্ডে ওই তার কন্যা শ্রেয়া পান্ডে সহ আরো অনেকে।

error: Content is protected !!