📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: BRICS শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজ়িল যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৬ ও ৭ জুলাই BRICS সম্মেলন হতে চলেছে ব্রাজ়িলের রিও-ডি-জেনেইরোতে। এ ছাড়াও চলতি মাসে ব্রাজ়িল-সহ মোট পাঁচটি দেশের সফরে যাবেন প্রধানমন্ত্রী। তালিকায় রয়েছে পশ্চিম আফ্রিকার ঘানা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা। আগামী ২ জুলাই রওনা দেবেন নমো। দেশে ফিরবেন ৯ জুলাই। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রক একটি বিবৃতি দিয়ে নমোর সফরসূচি প্রকাশ করেছে।
BRICS সম্মেলনে যাচ্ছেন নমো, ব্রাজ়িল-সহ পাঁচ দেশে সফর প্রধানমন্ত্রীর
