📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রথযাত্রার শুভ দিনে খুঁটি পুজো সম্পন্ন করল উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো গান্ধীমাঠ ফ্রেন্ডস ক্লাব সার্কেল। এবছর ৫২ তম বর্ষ। থিম – শিরোনাম। তবে শিরোনামের মধ্যে কী বার্তা নিহিত তা স্পষ্ট করেননি পুজো উদ্যোক্তারা। তাদের সাফ কথা, এখনই সব বলা যাবে না। শিল্পী অসীম পালের তুলির টানে সেজে উঠছে দেবী মূর্তি। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী রাজু নস্কর, রবি নস্কর, স্বরাজ নস্কর, শুকদেব দাস, কাউন্সিলর অলকানন্দা দাস, আলোক দাস সহ আরও অনেকে।
৫২ তম বর্ষে বেলেঘাটা গান্ধীমাঠ ফ্রেন্ডস সার্কেলের দুর্গোৎসবের খুঁটি পুজো সম্পন্ন
