কোনারক মন্দির এবার শ্রীরামপুরে,সম্পন্ন হল খুঁটি পুজো

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাঙালির দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। একদিকে সাবেক পুজো,অন্যদিকে থিমের লড়াই । ওড়িশার কোনারক মন্দির এবার শ্রীরামপুরে।সৌজন্যে ৫ ও ৬ এর পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতি পুজো কমিটি । এবছর পুজোর ১১২ তম বর্ষ ।গত ২২ জুন গান্ধী ময়দানে সম্পন্ন হল খুঁটি পুজো। উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ,চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুজো কমিটির সদস্যরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মন্ডপের লুক ও প্রতিমা সজ্জা নিয়ে কৌতূহলের শেষ নেই স্থানীয়দের ।​

error: Content is protected !!