কেন্দ্রের ‘অবজ্ঞা’ সত্ত্বেও ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে সক্রিয় রাজ্য

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের অনীহা স্পষ্ট। কিন্তু রাজ্য সরকারের ভরসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি—“ঘাটালের মানুষকে আর জলজটে কষ্ট পেতে হবে না।” সেই লক্ষ্যেই ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা ও তার আশেপাশের প্রায় ৬৫৭ বর্গকিলোমিটার এলাকা প্রায় প্রতি বছরই বন্যার কবলে পড়ে। এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে বহু আগেই একটি সুসংহত প্রকল্প নেয় রাজ্যের সেচ ও জলপথ দফতর। ২০১৪ সালে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের গঙ্গা বন্যা নিয়ন্ত্রণ কমিশনের (GFCC) কাছে ১২১২ কোটি টাকার একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট জমা দেয় রাজ্য।

error: Content is protected !!