📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সব রাজ্যেই দশম ও দ্বাদশের পরীক্ষা একই বোর্ড বা কাউন্সিলের আওতায় আনার সুপারিশ করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
আইসিএসই, সিবিএসই-র মতো অল ইন্ডিয়া বোর্ডগুলি ছাড়াও অনেক রাজ্যেই একটি পর্ষদের অধীনে দুই বড় পরীক্ষা হয়। সে দিক থেকে ব্যতিক্রম বাংলা, অন্ধ্রপ্রদেশ, অসম, কেরালা, মণিপুর, ওডিশা, তেলঙ্গানা।
এই সাত রাজ্যের মুখ্যসচিবদের কাছে ওই সুপারিশ পাঠিয়েছে কেন্দ্র। তাদের যুক্তি, ভিন্ন ভিন্ন বোর্ডের আওতায় দশম ও দ্বাদশের পরীক্ষা হওয়ায় ফেলের হার বাড়ছে। মন্ত্রকের অধীনস্থ স্কুলশিক্ষা বিভাগের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২৪–এ দুই পরীক্ষায় ফেল করা পড়ুয়ার ৬৬ শতাংশই এই সাত রাজ্যের।