গরমের দাপটে নাজেহাল বাচ্চারা, প্রাথমিক স্কুল সকালে করার দাবি, পর্ষদকে চিঠি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জুনের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল। বাংলায় এখনও বর্ষার দেখা নেই। উল্টে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা (Heat Weather)। বুধবার কলকাতার  সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা দেখছেন না হাওয়া বিশেষজ্ঞরা।

এহেন পরিস্থিতিতে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে (Children Suffering from Heat Weather) মর্নিং স্কুল (Morning School) চালু করার দাবি জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিলেন একাধিক জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কর্তারা। তাঁদের কথায়, যেভাবে দিনের বেলা তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে ক্লাসের মধ্যেই বহু পড়ুয়া অসুস্থ হয়ে পড়ছেন। আবার বহু স্কুলে পর্যাপ্ত সংখ্যক ফ্যানও নেই। গরমের মধ্যে ক্লাস করতে রীতিমতো নাভিশ্বাস হচ্ছে পড়ুয়াদের। তাই গরমের কারণে ডে স্কুলগুলিকে মর্নিংয়ে করা হোক।

error: Content is protected !!