আবার পিছোল ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার মহাকাশযাত্রা, এবার কারণ খারাপ আবহাওয়া

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারতের তরফে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পাড়ি দেওয়ার কথা ছিল মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। তবে তৃতীয়বারের জন্য পিছিয়ে গেল তাঁর বহু প্রতীক্ষিত মহাকাশযাত্রা। খারাপ আবহাওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ইসরো (ISRO)।

মিশনের নাম অ্যাক্সিয়ম-৪ (Axiom-4)। নতুন করে ১১ জুন মহাকাশ যাত্রার দিন স্থির হয়েছে। তার আগে ২৯ মে, ৮ জুন এবং ১০ জুন—এই তিনদিনের কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু প্রতিবারই কোনও না কোনও কারণে তা পিছিয়ে যায়।

ঐতিহাসিক মুহূর্ত ভারতের জন্য
১৯৮৪ সালে রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন। তারপর এতদিন পরে, শুভাংশু শুক্লার এই অভিযান ভারতের জন্য এক ঐতিহাসিক যাত্রা ছিল। এবার আর কোনও সরকারি উদ্যোগ নয়—নাসা, স্পেস এক্স, অ্যাক্সিওম স্পেস এবং ইসরো—এই চারটি সংস্থা একসঙ্গে কাজ করছে এই মিশনে।

কারা যাচ্ছেন মহাকাশে?
মিশনে থাকছেন মোট চারজন মহাকাশচারী—

মিশনের কম্যান্ডার হবেন নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি হুইটসন

ভারতের পাইলট হিসেবে থাকছেন শুভাংশু শুক্লা

বাকি দু’জন গবেষক আসছেন হাঙ্গেরি ও পোল্যান্ড থেকে