📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কেরিয়ারের উপান্তে দাঁড়িয়ে দুজন।
দুজনেরই আর কাউকে কিচ্ছুটি প্রমাণ করার নেই। অধরা খেতাব থাকতে পারে, কিন্তু অধরা পিছুটান থাকার কথা নয়।
তবু দুজনেই ক্ষুধার্ত, আগ্রাসী। যুদ্ধে নামলে এক লহমায় শরীরী ভঙ্গিমা যায় বদলে। হিমশীতল চাহনি—লক্ষ্যে স্থির… ঠিক যেন পাখির চোখটুকু নজরে রাখা ধনুর্ধর অর্জুন!
ময়দানে যতক্ষণ, ততক্ষণ দল-অন্ত-প্রাণ। দুজনেই। নিজের সেরাটুকু উজাড় করে খেলবেন। অনুশীলনে রোদ-বৃষ্টি উপেক্ষা করে নিজেকে নিংড়ে দেবেন। তারপর পরাজয় হলে সাময়িকভাবে ভেঙে পড়া। বাকিদের পিঠ চাপড়ে চাগাড় দিয়ে তোলা।
আর জিতলে?
এর একটা নমুনা দেখেছিল আমদাবাদ (Ahmedabad)। গত মঙ্গলবার।
আর দেখল মিউনিখ (Munich)। গতকাল।