📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জেলার পর ব্লক নয়, এবার ফ্রন্টাল (TMC Frontal Organizations)। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে সব ফ্রন্টাল অর্গানাইজেশন রয়েছে, যেমন তৃণমূল ছাত্র পরিষদ, যুব, শ্রমিক, সংখ্যালঘু বিষয়ক ইত্যাদি সংগঠনে খুব শিগগির রদবদল হতে পারে।
মে মাসের মাঝামাঝি সময়ে তৃণমূলের জেলা সংগঠনে এক প্রস্ত রদবদল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছিলেন, এর পর ব্লক ও টাউন স্তরে দলীয় সংগঠনের নতুন তালিকা বেরোবে।
কিন্তু সূত্রের খবর, সব ব্যকরণ মেনে সম্ভব হচ্ছে না। কারণ, ব্লকের তালিকা এখনও নাকি চূড়ান্ত হয়নি। অপারেশন সিঁদুর পরবর্তী অধ্যায়ে অভিষেক যখন বিদেশে কূটনৈতিক দ্যৌত্যে সামিল, ঠিক সে সময়ে একবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সম্ভবত সেদিনই ‘বক্সী দা’-কে দিদি জানিয়ে দেন, ব্লকে সভাপতি বদলের ব্যাপারে পার্টি অফিসে যে সুপারিশের চিঠিগুলো এসেছে তিনি যে আই প্যাকের প্রতীক জৈন ও মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাঠিয়ে দেন। তার পর সে সব মিলিয়ে দেখে তিনি ব্লকের তালিকা ফাইনাল করবেন। তাই ব্লকের তালিকা প্রকাশের আগে ফ্রন্টাল অর্গানাইজেশনে রদবদল হয়ে যেতে পারে।