ইদের আনন্দ নেই বহু ঘরে, আক্ষেপ হাসিনার, নাম না করে ইউনুসের কুশাসন কুরবানি দেওয়ার ডাক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ইউ-উল-আজহা, (Eid Ul Azha) উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লিগের সভানেত্রী তথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ex PM of Bangladesh  Sheikh Hasina l)

ইদ-উল-আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার (political turmoil) কারণে বহু পরিবার কুরবানির ইদ পালন করতে পারছে না। বিশেষ করে আওয়ামী লিগের নেতা-কর্মী-সমর্থকেরা অনেকেই এলাকা ছাড়া। রাজনৈতিক সন্ত্রাসের বলি হয়েছেন বহু মানুষ। সেই পরিবারগুলিতেও ইদের আনন্দ নেই। হাসিনার শুভেচ্ছা বার্তায় সেই অস্থির পরিস্থিতি উঠে এসেছে।

আওয়ামী লিগ নেতৃত্বের অভিযোগ, দেশে থাকা দলের নেতা কর্মীদের উপর জুলুম, সন্ত্রাস চালানো হচ্ছে। কুরবানির পশু কিনতে তাদের থেকে জোর করে টাকা পয়সা আদায় করা হচ্ছে। তাদের কুরবানির পশু কেড়ে নেওয়া হচ্ছে। কুরবানি দিতে দেওয়া হবে না বলে বহু জায়গায় ফতোয়া জারি করেছে বিএনপি-জামাত-এনসিপি।

error: Content is protected !!