বিশ্ব পরিবেশ দিবস : এ বছরের থিম কী?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  প্রতি বছর ৫ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের সংরক্ষণ এবং বিশ্বব্যাপী মানুষের মনে এই পৃথিবীকে বাসযোগ্য করে রাখার অঙ্গীকার প্রোথিত করতে এই বিশেষ দিনটি পালন করা হয়। বিশ্বের ১৫০টিরও বেশি দেশে এই দিনে বিশেষ বিশেষ কর্মকাণ্ড চলে। পৃথিবীকে রক্ষার (World Environment Day) জন্য এই দিন প্রতি বছর আমাদের যেন সতর্ক করে দিয়ে যায়। সতর্কতামূলক অনুষ্ঠান, বৃক্ষরোপণ, স্বচ্ছতা অভিযান, দীর্ঘমেয়াদী প্রকল্পের (World Environment Day) পরিচালনা করা হয়ে থাকে অফিসে, স্কুলে, সরকারি বিভাগে এবং স্থানীয় দফতরগুলিতে। জরুরি পরিবেশগত সমস্যার বিষয়ে সকলকে অবগত করতেই এই উদ্যোগ।এই বছর অর্থাৎ ২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবসের উপজীব্য থিম রয়েছে, ‘প্লাস্টিক দূষণ বন্ধ করো’। UNEP-র অধীনে বিশ্বব্যাপী প্রচারের অংশ এই থিম যেখানে স্লোগান তোলা হচ্ছে ‘প্লাস্টিক দূষণ রোধ করো’। প্রতিটি নাগরিককে সবুজায়নের দিকে চালিত করার প্রয়াস চলছে, প্লাস্টিকের বিপরীতে দীর্ঘমেয়াদী বিকল্প খোঁজার প্রয়াস চলছে। বাস্তুতন্ত্রের উপরে প্লাস্টিক দূষণের গভীর ও বিধ্বংসী প্রভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগএর সঙ্গে এই বিশ্ব পরিবেশ দিবস আগামী প্রজন্মের জন্য প্রকৃতি রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া এবং লড়াই করার প্রয়োজনীয়তায় জোর দেয়।

error: Content is protected !!