ক্ষণিকের ঝড়ে লন্ডভন্ড দাঁতনের দু’টি গ্রাম, বাজ পড়ে যুবকের মৃত্যু বেলদায়

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  বুধবার বিকেলের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হলো পশ্চিম মেদিনীপুরের দাঁতনের ১ নম্বর ব্লকের দু’টি গ্রাম। এ দিন বিকেল সাড়ে ৫টা নাগাদ চকইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধুঁবৈচা ও বাহারদা গ্রামের উপর দিয়ে বয়ে যায় ক্ষণিকের এই ঘূর্ণিঝড়। বিভিন্ন জায়গায় ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি, উপড়ে যায় গাছ। এ দিন বিকেলে বাদাম তুলতে গিয়ে বাগানেই মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম রাজকুমার দুয়ারি (৪৫)। বাড়ি দাঁতন থানার তুরকা গ্রাম পঞ্চায়েতের নারায়ণচক এলাকায়।

error: Content is protected !!