ট্রাম্পের ‘বাণিজ্য যুদ্ধ’ শুরু? স্টিল-অ্যালুমিনিয়াম আমদানিতে দ্বিগুণ শুল্ক বসাল আমেরিকা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জাতীয় নিরাপত্তা (National safety) এবং শিল্প খাতকে (industry) সুরক্ষা দেওয়ার যুক্তি! আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের (steel, aluminium) ওপর শুল্ক দ্বিগুণ (tariff double) করে একধাপে ৫০ শতাংশ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বুধবার মধ্যরাতের পর থেকেই নতুন এই শুল্ক কার্যকর হয়েছে। তবে ব্রিটেন (UK) এ থেকে আপাতত ছাড় পেয়েছে।

ট্রাম্পের সই করা সরকারি আদেশ অনুযায়ী, স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি বিভিন্ন পণ্যও এই শুল্কের আওতায় আসবে। ট্রাম্প বলেন, ‘অত্যন্ত কম দামে আমদানি করা পণ্যগুলো আমাদের শিল্প খাতের জন্য ক্ষতিকর। এই উচ্চ শুল্কই সেটিকে ঠেকাতে কার্যকর হবে।’

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সাম্প্রতিক তথ্য। তার গুরুত্ব উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘স্টিল ও অ্যালুমিনিয়াম খাতের বর্তমান অবস্থা তুলে ধরেছে তথ্যগুলো। তা পাওয়ার পরই আমি শুল্ক দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছি।’

তবে সব দেশের জন্যই শুল্ক ৫০ শতাংশ হলেও, ব্রিটেনের ক্ষেত্রে তা এখনই বাড়ছে না। কারণ আমেরিকা-ব্রিটেনের মধ্যে একটি বাণিজ্য কাঠামো চুক্তি কার্যকর রয়েছে, যার অধীনে ব্রিটেনের ওপর এখনও ২৫ শতাংশ হারেই শুল্ক বহাল থাকছে। তবে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, আগামী ৯ জুলাই চুক্তির শর্ত ভাঙলে ব্রিটেনের ওপরও বাড়তি শুল্ক কার্যকর হতে পারে।

error: Content is protected !!