মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে হাজিরা এড়িয়েছেন অনুব্রত, বেপাত্তা কেষ্টর চিকিৎসক?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে হাজিরা এড়িয়েছেন অনুব্রত, কোথায় কেষ্টর চিকিৎসক? হাসপাতাল থেকে ফ্ল্যাট, কোথাও দেখা মিলল না চিকিৎসক হিটলার চৌধুরীর।
রামপুরহাটের ফ্লাটেও ঝুলছে তালা, ফোন করলেও ধরছেন না। গতকাল সন্ধের পর থেকে দেখা যায়নি, দাবি প্রতিবেশীর। অনুব্রতকে ৫ দিনের বেড রেস্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসক হিটলার চৌধুরী। মেডিক্য়াল সার্টিফিকেট জমা দিয়েই পুলিশি তলব এড়িয়েছেন কেষ্ট। চিকিৎসক হিটলার চৌধুরী রামপুরহাট ১ নম্বর ব্লকের মেডিক্যাল অফিসার
চকমণ্ডলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত। শান্তিনিকেতনের বেসরকারি মেডিক্যাল কলেজেরও RMO। বেসরকারি মেডিক্য়াল কলেজের চেয়ারম্য়ান অনুব্রত-ঘনিষ্ঠ বলে পরিচিত মলয় পিট।

error: Content is protected !!