অযোধ্যায় রাম দরবারের প্রাণপ্রতিষ্ঠা শুরু মঙ্গলে, উপচে পড়ল ভিড়! ৫ জুন পর্যন্ত চলবে অনুষ্ঠান

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অযোধ্যায় (Ayodhya) শ্রী রাম জন্মভূমি মন্দিরে রাম দরবারের প্রাণপ্রতিষ্ঠার (Pran Pratishtha of Ram Darbar) অনুষ্ঠান শুরু হয়েছে মঙ্গলবার থেকে। ভোর হতেই উপচে পড়ে ভক্তদের ভিড়। তাঁরা পুজোয় অংশ নিয়েছেন, দর্শনের জন্য দাঁড়িয়ে থেকেছেন ঘণ্টার পর ঘণ্টা।

প্রথম দিনের আচার-বিধির প্রধান যজ্ঞ আচার্য জয়প্রকাশ ত্রিপাঠীর কথায়, ‘অনেকগুলি গুরুত্বপূর্ণ পুজো সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ধাপ নিয়ম মেনে যথাযথ ভাবে পালন করা হয়েছে।’ সঙ্গে ছিলেন আরও তিনজন আচার্য, যাঁরা পুরো প্রক্রিয়ায় তাঁকে সাহায্য করেন।

error: Content is protected !!