বৃষ্টি হলেও পাল্লা দেবে তাপপ্রবাহ! রাজ্যে বর্ষা ঢুকবে কবে, স্পষ্ট আভাস মিলল না

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  মঙ্গলবার রাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেভাবে বৃষ্টি (Rain) নেমেছিল তাতে মনে করা হচ্ছিল, বহু জায়গায় জল জমে যাবে। কিন্তু আদতে তেমনটা হয়নি। তবে রাস্তাঘাট ডুবে যাওয়ার মতো বর্ষণ না হলেও খানিক বৃষ্টিতে কিছুটা গরম থেকে মুক্তি মিলেছে। আবহাওয়া দফতর (Weather Office) যদিও বলছে, এই সুখ কয়েকদিনেরই।

মূলত ঘূর্ণাবর্তের কারণে রাজ্যের আবহাওয়া (Weather Update) এমন হয়ে গেছে। প্রবল দাবদাহ এবং বিক্ষিপ্ত বৃষ্টি হাত ধরাধরি করে চলছে। চলতি সপ্তাহ তো বটেই, আগামী সপ্তাহেও এমনই আবহাওয়া দক্ষিণবঙ্গে থাকবে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে তার জন্য গরম যে কমে যাবে, সেটা একেবারেই নয়। ভ্যাপসা গরম অস্বস্তি বজায় রাখবে।

আবহাওয়া দফতর আগে জানিয়েছিল, সময়ের আগেই বাংলায় বর্ষা প্রবেশ করবে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে জুন মাসের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকুল পরিবেশের সম্ভাবনা কম। উপরন্তু আগামী তিন চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। যার নিট ফল, আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে।

error: Content is protected !!