হিটলার বিতর্কে জড়ালেন অনুব্রত! মেডিক্যাল রিপোর্ট নিয়ে নতুন করে জল্পনা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বীরভূমের পুলিশ কর্তাকে হুমকি দিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শনিবার তাঁকে থানায় তলব করা হলেও তিনি তাতে সাড়া দেননি। এরপর রবিবারও তাঁকে ডাকা হলে অনুব্রতর আইনজীবীরা জানান, তিনি অসুস্থ তাই তলবে সাড়া দিতে পারবেন না। এই নিয়ে তো আলোচনা চলছিলই, এবার অনুব্রতর মেডিক্যাল রিপোর্ট নিয়ে আরও বিতর্ক বাড়ল। কারণ তাতে যে চিকিৎসকের সই রয়েছে তাঁর বিরুদ্ধে বেআইনি কাজ করার অভিযোগ উঠেছে।

তৃণমূল নেতার মেডিক্যাল রিপোর্ট শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের। আর তাতে সই রয়েছে হিটলার চৌধুরী নামের এক চিকিৎসকের। এই নাম নিয়েই বিতর্ক। কারণ রামপুরহাট ১-এর ব্লক স্বাস্থ্য আধিকারিকের (বিএমওএইচ) নামও হিটলার চৌধুরী। এই প্রেক্ষিতেই দুটি প্রশ্ন উঠেছে। এক, দুই হিটলার চৌধুরী কি একই ব্যক্তি? দুই, যদি একই ব্যক্তি হন তাহলে কি তিনি অবৈধ ভাবে অনুব্রত মণ্ডলের মেডিক্যাল রিপোর্টে সই করেছেন?