📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দীর্ঘদিন ধরে চলা জল্পনা-কানাঘুষোর অবসান ঘটতে চলেছে বিজেপি রাজ্য নেতৃত্বে। দলীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আবারও পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে ফিরতে চলেছেন বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
শনিবার রাতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য, সংগঠন সচিব সুনীল বানসাল ও মঙ্গল পাণ্ডে। সূত্রের খবর, ওই বৈঠকেই কার্যত স্থির হয়ে গিয়েছে যে সুকান্ত মজুমদারই রাজ্য সভাপতি পদে বহাল থাকবেন।
দলের অন্দরমহলের খবর অনুযায়ী, সংগঠনের গতিবিধি, কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং দলের ইমেজ রক্ষা— এই তিনটি দিক বিবেচনায় রেখেই সুকান্ত মজুমদারকে ফের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচন ও রাজ্য রাজনীতিতে আগামী দিনের রূপরেখা নির্ধারণে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এদিকে, সুকান্ত মজুমদারকে নিয়ে নতুন করে আশাবাদী রাজ্যের বিজেপি কর্মী ও সমর্থক মহল।
তবে রাজনৈতিক মহল এখন নজর রাখছে, কবে আনুষ্ঠানিকভাবে দলের তরফে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

