‘আমায় না জানিয়ে…’ মন্ত্রিসভার বৈঠকে মমতার বকুনি পরিবহণ মন্ত্রীকে, ভর্ৎসনা লিগাল সেলকেও

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে পড়লেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সূত্রের খবর, আজ, সোমবার দুপুরের বৈঠকে মমতা বলেন, ‘আমি খবরের কাগজ পড়ে জানতে পারছি, নানারকম মৌ স্বাক্ষর হচ্ছে আমায় না জানিয়ে।’ এভাবে দফতরের কাজ করা যাবে না বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি বলেন, ‘মন্ত্রীরা অফিসারদের কথা শুনছেন, তাঁদের দাবি রাখছেন। আবার সেইমতো মন্ত্রী অফিসারদের নির্দেশ দিচ্ছেন কী করতে হবে, সেই মতো কাজ হচ্ছে। অর্থাৎ দফতরের মন্ত্রী তাঁর অফিসারদের নিয়ে সবটা ঠিক করে নিচ্ছেন, আমি জানতেই পারছি না। আমায় খবরের কাগজ পড়ে জানতে হচ্ছে। এমনটা চলবে না। এভাবে কাজ করবেন না। সমস্যা হলে আমায় দেখতে হবে, সেটা চলবে না। ফলে করার আগেই আমায় জানাতে হবে।’