সম্পর্কে অবনতির জের? কানাডায় G7 সামিটে নাও যেতে পারেন মোদী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কানাডার G7 সামিটে নাও যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনুষ্ঠানিক ভাবে এখনও পর্যন্ত কোনও ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর এমনটাই। শোনা যাচ্ছে, দু’দেশের সম্পর্কে অবনতির জেরেই এই সিদ্ধান্ত।