📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গত বছর উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। পথে নেমেছিলেন ছাত্ররা। সেই ঘটনায় মসনদচ্যুত হতে হয়েছে শেখ হাসিনাকে। এর পর জুলাইয়ের গণহত্যার ঘটনায় অন্যতম আসামী করা হয় বঙ্গবন্ধু কন্যাকে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। আর শেখ হাসিনার বিচারের কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হবে, শনিবার এ কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিরুদ্ধে আনা মামলার বিচারের কাজ
