রাজ্যে প্রাথমিকের শূন্যপদ নিয়ে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যের শিক্ষা মামলায় ফের একবার কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিল না শীর্ষ আদালত। এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে খারিজ করল সুপ্রিম কোর্ট। ২০১৪ সালের টেটের ভিত্তিতে প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে ৩৯২৯টি শূন্যপদ নিয়ে জটিলতা শুরু হয়েছিল। বৃহস্পতিবার নতুন রায়ে শীর্ষ আদালত জানিয়েছে, এই শূন্যপদগুলিতে ভবিষ্যতের শূন্যপদ থেকেই নিয়োগ করতে হবে। ফলে, ২০২২ এর নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ৩৯২৯টি শূন্যপদ যোগ করা হল। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই পদগুলিতে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন, যাকে মান্যতা দিল না শীর্ষ আদালত।