অপারেশন পশ্চিমবঙ্গের কথা সুকান্তর মুখে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এ দিনের সভায় সুকান্ত বলেন, ‘বাংলার বিজেপি কর্মীরা অপারেশন পশ্চিমবঙ্গ করে তৃণমূলকে উৎখাত করবে।’ তাঁর সংযোজন, ‘কাশ্মীর আর মুর্শিদাবাদ এক হয়ে গিয়েছে। ২৬-এ আমরা জেহাদি সরকারকে উৎখাত করব।’