দেশে ৩১ কোটির বেশি এলপিজি কানেকশান

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  আগে ১৪ কোটির কম এলপিজি গ্যাসের কানেকশন ছিল। এখন ৩১ কোটির বেশি কানেকশান রয়েছে। ঘরে ঘরে গ্যাস কানেকশান পৌঁছে দেওয়া হচ্ছে। গ্রামে অনায়াসেই গ্যাস সিলিন্ডার পৌঁছে যাচ্ছে।