আরও শক্তি বাড়াল নিম্নচাপ, বঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  বঙ্গোপসাগরে আরও শক্তি বাড়াল নিম্নচাপ। এই মুহূর্তে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ওডিশা উপকূল বরাবর সমুদ্র পৃষ্ঠে সমান্তরাল ভাবে দিঘা উপকূলের দিকে শক্তি সঞ্চয় করতে করতে এগোচ্ছে। যার জেরে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকী উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধসও নামতে পারে। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়।