প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন চাকরিহারাদের একাংশ, বৃহস্পতিবার রাজ্য সফরে মোদী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে চাকরিহারা শিক্ষকদের অধিকার মঞ্চের (SSC Deprived Teacher) তরফে জানানো হয়েছে, নতুন করে পরীক্ষায় বসার অর্থ তাঁদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জিও জানিয়েছেন তাঁরা। এবার বাংলা সফরে আসা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) সঙ্গেও দেখা করতে চাইছেন চাকরিহারা শিক্ষকরা।

আগামিকাল বৃহস্পতিবার বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ারে জনসভা করার কথা রয়েছে তাঁর। সেখানেই মোদীর সঙ্গে ৫ মিনিট কথা বলতে চান চাকরিহারা শিক্ষকরা।

ব্যাপারে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন,  “আলিপুরদুয়ারেই আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছি। স্থানীয় সাংসদ, বিজেপির জেলা সভাপতির পাশাপাশি জেলাশাসককেও আমাদের দাবি জানিয়ে চিঠি দিয়েছি। আমরা চায়, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করুন।”

নিয়োগে দুর্নীতির অভিযোগে (SSC Scam) স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আদালতের নির্দেশ মেনেই এগোবে রাজ্য। এক্ষেত্রে রিভিউ পিটিশনে যদি ইতিবাচক কোনও ফল না আসে তাহলে চাকরিহারা শিক্ষকদের ফের পরীক্ষায় বসতে হবে। আদালতের নির্দেশ মেনে আগামী ৩০ জুন নিয়োগ বিজ্ঞপ্তিও জারি করতে চলেছে।

রাজ্যের এই নির্দেশ সামনে আসার পরই সাংবাদিক বৈঠক থেকে একাধিক প্রশ্ন তোলেন চাকরিহারারা। চাকরিহারা শিক্ষকদের মতে, “যেভাবে পুনরায় পরীক্ষায় বসার নামে চাকরিহারাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে মানসিক চাপ না নিতে পেরে কেউ দুর্ঘটনা ঘটালে তার দায় কে নেবে? পরীক্ষায় বসে যারা অকৃতকার্য হবেন তাঁদের নিয়ে সরকারের কী ভাবনা? এরকম বহু প্রশ্নের কোনও উত্তর নেই। তাই সরকারের সদিচ্ছা থাকলে এখনই আমাদের সঙ্গে বৈঠকে বসে প্রশ্নের উত্তর দিক।”

এ প্রসঙ্গে আরও একাধিক প্রশ্ন সামনে রেখেছেন চাকরিহারারা। তাঁদের বক্তব্য, “আদালত তো অযোগ্যদের টার্মিনেট করার কথাও বলেছিল। তাহলে সেক্ষেত্রে আদালতের নির্দেশ মানা হল না কেন? এটা কি আদালত অবমাননা নয়? নাকি অযোগ্যদের বাঁচাতেই সরকার যোগ্য তালিকা প্রকাশ করছে না? এ কারণেই আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। তাই তাঁর সঙ্গে দেখা করতে চাওয়া। “

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের দেখা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এ ব্যাপারে জেলা প্রশাসন বা বিজেপির জন প্রতিনিধিদের তরফে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।