‘ফাইনাল ইডেন থেকে সরিয়ে দেওয়া এতই সোজা নাকি?’ আইপিএলের ভেন্যু-বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আইপিএলের (IPL) প্লে-অফ (Play-off) ও ফাইনাল (IPL Final) ইডেন গার্ডেনস (Eden Gardens) থেকে সরিয়ে দেওয়ার প্রেক্ষিতে এভাবেই ঘুঁটি সাজানোর নিদান দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারত-পাক সীমান্ত সংঘর্ষ ও যুদ্ধ পরিস্থিতির জেরে গত ৮ মে থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয় আইপিএল (IPL 2025)। থমকে থাকা টুর্নামেন্ট দ্বিপাক্ষিক সংঘর্ষ বিরোধিতার পর ফের শুরু হয়েছে। কিন্তু বদলে গিয়েছে দিনক্ষণ। তার চেয়েও গুরুত্বপূর্ণ—পাল্টেছে ম্যাচের ভেন্যুও।

ইতিমধ্য বিসিসিআই (BCCI) সতেরোর বদলে ছ’টি জায়গায় বাদবাকি ম্যাচ আয়োজনের ঘোষণা করেছে। আর সেখানেই দ্বিতীয় প্লে-অফ এবং ফাইনাল অনুষ্ঠানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে কলকাতার ইডেন গার্ডেনস। আগে যে ম্যাচ-সূচি বিজ্ঞাপিত হয়, সেখানে এই দুই গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ দ্বৈরথ আয়োজনের বরাত পেয়েছিল কলকাতা। কিন্তু এবার পরিবর্তিত তালিকায় নাম নেই ইডেনের। আর একে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক।