📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারতীয় বিনোদুনিয়ার উন্নতি সাধনে নতুন উদ্যোগ মোদি সরকারের। দেশের সিনেশিল্পকে আরও চাঙ্গা করতে ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিটে’র জন্য আগেভাগেই বলিউডের খান-কাপুর, বচ্চনদের তরফে ভিডিও বৈঠকে টিপস নিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দাক্ষিণাত্যভূমের সুপারস্টাররাও। কীভাবে বলিউড কিংবা দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক আঙিনায় আরও উচ্চস্তরে পৌঁছে দেওয়া যায়? সেই উদ্দেশ সাধনেই বৃহস্পতিবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে শুরু হল WAVES সামিট। বিশ্বের ৯০টি দেশের দশ হাজার তাবড় ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন এই সম্মেলনে।

ভারতীয় বিনোদুনিয়ার উন্নতিসাধনে মোদি সরকারের এহেন পদক্ষেপ যে এক মাইলস্টোন হয়ে থাকবে, সেই ভবিষ্যদ্বাণী আগেই করেছিলেন সিনেবিশেষজ্ঞরা। বৃহস্পতিবার অনুষ্ঠানের সূচনাকালে তাই প্রধানমন্ত্রীর ডাকে একছাদের তলায় হাজির বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি। শাহরুখ খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন থেকে সইফ আলি খান, হেমা মালিনী, অনিল কাপুর, অক্ষয় কুমার, আমির খানদের মতো প্রথম সারির তারকারা ইতিমধ্যেই সম্মেলনে পৌঁছে গিয়েছেন। বলিউড মাধ্যম সূত্রে খবর, চারদিন ব্যাপী এই সম্মেলনে হাজির থাকছেন চিরঞ্জিবী, রজনীকান্ত, নাগার্জুনদের মতো দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির অভিভাবকরাও। দেখা গেল নাগা চৈতন্য, শোভিতা ধুলিপালাকেও। ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট’ বিশ্বসম্মেলনে হাজার ডিজিটাল ক্রিয়েটর, ৩০০ সংস্থাও শামিল হয়েছে।