📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কয়েক সপ্তাহ আগে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া অশান্তিতে পুলিশি গাফিলতির অভিযোগ উঠেছিল। ঘটনাচক্রে, তার পরবর্তী সময়েই মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর পুলিশ জেলার সুপার বদল করল রাজ্য সরকার। মুর্শিদাবাদ জেলাকে দু’টি পুলিশ জেলায় বিভক্ত করেছিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের পুলিশ সুপার ছিলেন সূর্যপ্রতাপ যাদব। তাঁকে পাঠানো হয়েছে কোচবিহারের নারয়ণী ব্যাটালিয়নের কম্যান্ডিং অফিসার (সিও) করে। মুর্শিদাবাদের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে সানি রাজকে। জঙ্গিপুরের পুলিশ সুপার ছিলেন আনন্দ রায়। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অমিতকুমার সাউ। তিনি কলকাতা পুলিশে ডিসি পদে ছিলেন। আগামী ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। তার পরে মে মাসের প্রথম সপ্তাহেই মমতার মুর্শিদাবাদ সফরের কথা। তার আগেই পুলিশে রদবদল করে ফেলল রাজ্য সরকার।
মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের এসপি বদল করলেন মমতা, অশান্তিতে পুলিশি গাফিলতির অভিযোগের জেরেই বদলি?
