📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পাকিস্তানকে (Pakistan) কোনওমতেই বরদাস্ত নয়। এমনকি বিশ্বকাপেও (World Cup) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নয়। এমনই দাবি তুলে আইসিসির (ICC) কাছে দরবার করল বিসিসিআই (BCCI)।
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ অনেকদিন ধরেই বন্ধ। দুই দেশের মধ্যে যেটুকু ক্রিকেট খেলা হয় সেটা আইসিসি প্রতিযোগিতায়। কিন্তু পহেলগামে (Pahalgam) জঙ্গি হানার পর দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়েছে। ফলে এরপর থেকে আইসিসি টুর্নামেন্টেও (ICC Tournament) এই দুই প্রতিবেশী দেশের মুখোমুখি হওয়ার সম্পর্ক অনেকটাই কমে গেল।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিশ্বকাপেও আর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাইছে না। জানা গিয়েছে, বোর্ডের তরফে আইসিসির কাছে চিঠি দিয়ে আর্জি জানানো হবে, যেন কোনও বিশ্বকাপেই আর পাকিস্তানের সঙ্গে ভারতকে একই গ্রুপে রাখা না হয়।