📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মোদী বলেন, ‘কার্গিল থেকে কন্যাকুমারী পর্যন্ত সকলে শোকে রয়েছেন। সবার মধ্যে আক্রোশ রয়েছে। দেশের শত্রুতা ভারতের আত্মাকে আক্রমণ করেছে। যে এই হামলা করেছে, সেই সন্ত্রাসবাদীদের কল্পনার থেকেও বেশ শাস্তি মিলবে।’
কেউ নিজের ছেলে, কেউ নিজের ভাইকে, কেউ স্বামীকে হারিয়েছেন। ওঁর মধ্যে কেউ বাংলা, কেউ কন্নড়, কেউ মারাঠি ছিলেন, গুজরাটি ছিলেন। সন্ত্রাসবাদীরা আমাদের দেশের আত্মাকে আক্রমণ করেছে। সন্ত্রাসের সামনে ভারত মাথা নত করবে না।