📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রূপকথার মতো গল্প বুনেছেন তাঁরাও । আজ তাঁদের সেই গল্পে জুড়তে চলেছে নতুন অধ্যায় । কথা হচ্ছে টলিপাড়ার চর্চিত জুটি আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তীর । প্রায় তিন বছরের সম্পর্ক । যার প্রতিটা দিন, প্রতিটা মাস এই দিনটার জন্যই স্বপ্ন দেখেছেন তাঁরা । বৃহস্পতিবার সকাল থেকেই সানাইয়ের সুর রায় পরিবার ও চক্রবর্তী পরিবারে । আজই যে ডি ডে । ৯ মে সাত পাকে বাঁধা পড়ছেন আদৃত রায়-কৌশাম্বি চক্রবর্তী ।
হাওড়ার রামরাজাতলার একটি বিলাসবহুল ব্যাঙ্কোয়েটে বসবে আদৃত-কৌশাম্বির বিয়ের আসর । সকাল থেকেই জোরকদমে চলছে বিয়ের আচার-অনুষ্ঠান । নান্দীমুখ, বৃদ্ধি থেকে গায়ে হলুদ…একের পর এক পর্ব মিটিয়ে সন্ধেবেলায় শুভ দৃষ্টি । তারপর হাতে হাত রেখে নতুন জীবন শুরু করবেন আদৃত-কৌশাম্বি । বর-কনের বেশে দু’জনকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা ।
একটা সময় আদৃত কিন্তু কৌশাম্বিকে ‘দিদিয়া’ বলে ডাকতেন । সম্পর্কটাও যে ছিল ভাই-বোনের । তবে, সেটা অবশ্যই রিল লাইফে । মিঠাই-এর সেটে আলাপ । সেইসময় কিন্তু প্রেমে ছিলেন আদৃত । না কৌশাম্বির নয় । সুপ্রিয়া মণ্ডলকে মন দিয়েছিলেন আদৃত । এমনকী, বিয়েও ঠিক হয়ে গিয়েছিল তাঁদের । কিন্তু, সে সম্পর্ক টেকেনি । আদৃতের যখন প্রেম ভাঙে তখন বন্ধুর মতো পাশে ছিলেন কৌশাম্বি । ধারাবাহিকে অভিনয় করতে করতে আরও ঘনিষ্ঠ হল তাঁদের বন্ধুত্ব । তারপর প্রেম ।