জঙ্গি হামলার পর পর্যটকদের নিরাপত্তা নিয়ে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। দুর্গম ও পাহাড়ি এলাকায় পর্যটকদের সুরক্ষার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে আইনজীবী বিশাল তিওয়ারি সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছেন। আবেদনে আদালতকে বিশেষ করে অমরনাথ যাত্রার জন্য নিরাপত্তা বৃদ্ধি এবং সংবেদনশীল অঞ্চলে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা প্রদানের জন্য সরকারকে নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জনস্বার্থ মামলায় এই ধরনের এলাকায় পর্যটকদের জন্য সাধারণ নিরাপত্তা নির্দেশিকা জারি করারও আহ্বান জানানো হয়েছে।

error: Content is protected !!