📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সুপ্রিম কোর্টে আজ, সোমবার মুর্শিদাবাদের হিংসা, অশান্তি মামলার শুনানি। বিচারপতি সূর্ষ কান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চে বেলা ১২টা নাগাদ মামলার শুনানির সম্ভাবনা। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে গত ১১ ও ১২ এপ্রিল হিংসার ঘটনা ঘটে। তাতে তিনজন নিহত হন। ওই ঘটনায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) বা সিট গঠন করে শীর্ষ আদালতের তদারকিতে তদন্তের আর্জি জানিয়ে দু’টি মামলা হয়েছে। সূত্রের খবর, মামলার আবেদনে এও বলা হয়েছে, কী কারণে ওই অশান্ত হলো, রাজ্য সরকারের কাছে তার কারণ জানাতে চাওয়া হোক। মামলা দু’টি দায়ের করেছেন আইনজীবী শশাঙ্কশেখর ঝা এবং বিশাল তিওয়ারি।
সুপ্রিম কোর্টে আজ মুর্শিদাবাদের হিংসা মামলা

