বাংলায় দাঙ্গার মূলে আরএসএস-ও রয়েছে, মুখ্যমন্ত্রী মমতার প্রথম খোলা চিঠিতে সরাসরি নিশানা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলায় বিক্ষিপ্ত ভাবে দাঙ্গা পরিস্থিতির জন্য এ বার সরাসরি সঙ্ঘ পরিবার তথা আরএসএস-কে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শনিবার রাতে রাজ্যবাসীর উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। বলা যেতে পারে এ হল গত প্রায় ১৫ বছরে মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর প্রথম খোলা চিঠি। সেই চিঠিতে তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, “বিজেপি ও তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ করে খুব আক্রমণাত্মক হয়েছে। এই সঙ্গীদের মধ্যে আরএসএস-ও আছে”।

মুখ্যমন্ত্রীর কথায়, “আমি আগে আরএসএসের নাম নিইনি, কিন্তু এবার বাধ্য হয়েই বলতে হচ্ছে যে, রাজ্যে যে কুশ্রী মিথ্যার প্রচার চলছে তার মূলে তারাও আছে”। মমতার অভিযোগ, বাংলায় ডিভাইড অ্যান্ড রুলের খেলা খেলতে চাইছে বিজেপি ও আরএসএস। এ খেলা বিপজ্জনক।

error: Content is protected !!