📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পাখির চোক ২০২৬ বিধানসভা নির্বাচন। রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বড় সমাবেশ করতে চলেছে সিপিআইএম (Left’s Brigade Rally)। তবে কোনও শরিক দল বা যুব-ছাত্র সংগঠন নয়—এবার সমাবেশের ডাক দিয়েছে বামপন্থী চারটি গণসংগঠন, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তিবাসী। মেহনতি মানুষদের একত্র করার আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে সাতটি মিছিল ব্রিগেডমুখী হবে এদিন। উত্তরবঙ্গ ও রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে ইতিমধ্যেই মানুষজন এসে পৌঁছেছেন। সভার জন্য পুলিশের পক্ষ থেকে রাস্তাঘাটে বিশেষ নিরাপত্তা এবং যান নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এপ্রিলের প্রখর রোদের কথা মাথায় রেখে বেলা তিনটেয় সভা শুরু হবে। সভায় মোট ছ’জন বক্তা থাকলেও, চমকপ্রদভাবে তালিকায় নেই বাম শিবিরের ভিড় টানার অন্যতম মুখ, মিনাক্ষী মুখোপাধ্যায় বা সে অর্থে অন্য কোনও বড় মুখ। তবে থাকছেন মহম্মদ সেলিম।