📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সিপিএমের বিভিন্ন গণ সংগঠনের তরফে আগামী কাল, রবিবার ব্রিগেড ময়দানে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ছুটির দিন হলেও ওই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় মিছিল এবং সমাবেশের জেরে কলকাতার বিভিন্ন অংশে যানজটের আশঙ্কা করছে পুলিশ।
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, ওই দিন সকাল থেকে সাতটিরও বেশি বড় মিছিলের আসার কথা ব্রিগেডে। ওই সব মিছিলের জন্য সংগঠকদের তরফে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। শিয়ালদহ ও হাওড়া স্টেশন, পার্ক সার্কাস ময়দান, খিদিরপুর মোড়, ভিক্টোরিয়া হাউস, এক্সাইড মোড়-সহ আটটি জায়গায় জমায়েতের পরে বামকর্মীরা মিছিল করে ব্রিগেডে যাবেন। এ ছাড়া, ছোট ছোট একাধিক মিছিলের আসার কথা শহরের বিভিন্ন প্রান্ত থেকে। আর তাতেই পুলিশের অনুমান, ওই সব ছোট-বড় মিছিলের জেরে বিক্ষিপ্ত ভাবে শহরের বিভিন্ন অংশে বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল। তাতেই ছুটির দিনে রাস্তায় বেরোনো সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে।
ছুটির দিনের ব্রিগেডেও যানজটের আশঙ্কা, পথে নামবে পুলিশ
