📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কবিগুরুর জন্মদিনে ব্যতিক্রমী পোস্ট ইস্টবেঙ্গলের। এই পোস্টের পরে লাল সমর্থকদের বুক গর্বে ভরে গিয়েছে। তারা এই ক্লাবের প্রতি আরও একাত্ম অনুভব করছেন। আইএসএলে নয়ে শেষ করেছে কার্লোস কুয়াদ্রাতের দল। নতুন মরশুমের জন্য ফের উদ্যোগ শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের। তারমধ্যেই বুধবার বিকেলের পরে ক্লাবের তরফে একটি বিশেষ পোস্ট ঘিরে আবেগমুখর লাল হলুদ সমর্থকরা।
সূর্য চক্রবর্তীকে লাল হলুদে খেলার পরামর্শ কবির! রবীন্দ্র জয়ন্তীতে শ্রদ্ধা ইস্টবেঙ্গলের
