দিলীপের বিয়েতে আশ্চর্যের কী আছে! ব্যক্তিগত পরিসরে ‘নাক না গলানো’র পরামর্শ সুকান্তর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ে বলে কথা! বৃহস্পতিবার বিকেল থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে রাজ্য রাজনীতিতে। নেট মাধ্যমও তার ব্যতিক্রম নয়। বেশি বয়সে বিয়ে করা নিয়ে অনেকে হাসি মস্করাও করছেন।

শুক্রবার সকালে নিউটাউনে দিলীপের বাড়িতে শুভেচ্ছা জানাতে এসে যার তীব্র প্রতিবাদ জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ঝাঁঝের সুরেই বললেন, “দিলীপ ঘোষের বিয়ে, এর মধ্যে অস্বাভাবিক কি রয়েছে? বিশেষ করে আমরা যেখানে কলকাতায় থাকি!”

সুকান্ত বোঝাতে চেয়েছেন, বয়সটা কোনও ফ্য়াক্টরই নয়, আসল হল মনের মিল!