📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সরকারি সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারালেন এক তরুণী৷ মৃতার নাম এলিনা দত্ত। বয়স ১৮ বছর। সল্টলেকের এই ব্লকের বাসিন্দা ছিলেন তিনি। মঙ্গলবার সকালে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সুইমিং পুলে মা ডালিয়া দত্তের সঙ্গে সাঁতার কাটতে গিয়েছিলেন তিনি।
মা, মেয়ে দুজনেই নিজেদের মতো করে সাঁতার কাটছিলেন। কিছুক্ষণ পর পুল থেকে উঠে আসেন ডালিয়া। কিন্তু মেয়ে কোথায়! বেশ কিছুক্ষণ পরেও মেয়েকে না দেখতে পেয়ে প্রশিক্ষকদের সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি৷ শেষে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় এলিনাকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কর্তৃপক্ষ সুইমিং পুলটি আপাতত বন্ধ করেছে।
সুইমিং পুলে মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে। রবীন্দ্র সরোবরের ভিতরে অ্যান্ডারসন হাউসের ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটিতে মৃত্যু হয় ডোভার টেরেসের বাসিন্দা সত্যব্রত সেন নামের এক ব্যক্তির।