নবান্ন অভিযানে সঙ্গে থাকার আর্জি জানিয়ে সৌরভের বাড়িতে চাকরিহারারা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নবান্ন অভিযানে অংশগ্রহণের জন্য এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে তাঁর বাড়ি গেলেন বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ।

মূলত, চাকরিহারারা তাঁদের যাবতীয় দাবি-দাওয়া সৌরভের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতেই মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ প্রাক্তন ভারতীয় অধিনায়কের বাড়িতে আসেন। যদিও সৌরভ বাড়িতে না থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি ঐক্যমঞ্চের সদস্যদের।

জানা গিয়েছে, স্থানীয় পুলিশের তরফে মঞ্চের সদস্যদের প্রতিনিধিদের বলা হয়েছে, আগামিকাল অর্থাৎ বুধবার অফিস টাইমে সময় নিয়ে দেখা করতে এলে সৌরভের সঙ্গে সাক্ষাৎ হতে পারে।
বস্তুত, এসএসসি নিয়োগ মামলায় ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ফলে প্রায় ২৬ হাজার জনের চাকরি গিয়েছে। এঁদের মধ্যে অযোগ্যদের সঙ্গে অনেক যোগ্য প্রার্থীও আছেন। চাকরি ফেরানোর দাবিতে পথে নেমেছেন তাঁরা। এসএসসি মামলায় মূল জটিলতা তৈরি হয়েছে যোগ্য এবং অযোগ্যদের বাছাই নিয়ে। উত্তরপত্রের তথ্য উদ্ধার করা যায়নি।

তাই যোগ্য কারা এবং অযোগ্য কারা, আলাদা করা যায়নি। সেই কারণেই সম্পূর্ণ প্যানেল বাতিল করতে হয়েছে। আদালতের নির্দেশের পর উত্তরপত্র বা ওএমআর শিটের ‘মিরর ইমেজ’ প্রকাশ্যে আনার দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা।

গত শুক্রবার শিক্ষামন্ত্রী সঙ্গে একপ্রস্থ বৈঠকও করেছেন চাকরিহারাদের একাংশ। যদিও খানিকটা সরকারের প্রতি ভরসা জাগলেও সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারছেন না অনেকেই। যে কারণে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। আর এবার বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের সদস্যরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গেলেন। শেষ পাওয়া খবর এই যে, তাঁদের তিনজন প্রতিনিধিকে ঠাকুরপুকুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

error: Content is protected !!