📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কর্ম ব্যাস্ত দিনে রেল অবরোধের দরুন তীব্র ভোগান্তি শিয়ালদা দক্ষিণ শাখা লক্ষ্মীকান্তপুর লাইনে।বুধবার দক্ষিণ বারাশত স্টেশনে প্রথম লাইনে প্ল্যাকার্ড হাতে নিয়ে রেল অবরোধে শামিল হয় রেলযাত্রীরা।যাত্রীদের অভিযোগ যে ভিড়ে ঠাসা কামরায় উঠতে এই লাইনে এমনিতেই যাত্রীদের নিত্য দিনের ভোগান্তি সইতে হয়। তারপর আবার নতুন করে প্যাসেঞ্জার ট্রেনে মহিলা কামরা বাড়ানোর ফলে সাধারণ যাত্রী অর্থাৎ পুরুষদের সমস্যা বেড়েছে। তাই সেই সিদ্ধান্ত বদলের দাবিতেই এদিন সকাল সাড়ে সাতটার পর থেকেই রেল অবোধ শুরু হয়।যে কারণে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।দক্ষিণ বারাশতের পাশাপাশি ধপধপি স্টেশনেও রেল অবরোধ শুরু হয়েছে।
শিয়ালদা দক্ষিণ শাখার লক্ষীকান্তপুর লাইনে রেল অবরোধ যাত্রীদের
