📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রেড রোডে হনুমান জয়ন্তী পালন, হনুমান চালিসা পাঠের অনুমতি দিল না হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও। এর আগে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও কলকাতা পুলিশও খারিজ করেছিল সংগঠনটির আবেদন। অতএব রাজ্যের নির্দিষ্ট করা আরআর এভিনিউ অথবা শহিদ মিনার ময়দানেই করতে হবে হনুমান জয়ন্তীর যাবতীয় অনুষ্ঠান।
জানানো হয়েছে, কোন জায়গায় হিন্দু সেবা দল অনুষ্ঠান করতে চান, তা রাজ্য সরকারকে জানাতে হবে। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি শব্দ দূষণ যাতে না হয় ও কোনও অপ্রিতিকর ঘটনা না ঘটে তাও নিশ্চিত করবেন আয়োজকরা।
রেড রোডে হনুমান জয়ন্তী করতে চেয়ে প্রথমে কলকাতা পুলিশের কাছে আবেদন করেছিল হিন্দু সেবা দল। অনুমতি না মেলায় তারা হাইকোর্টের দ্বারস্থ হন। আজ অর্থাৎ শুক্রবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলাটি ওঠে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুষ্ঠানের অনুমতি খারিজ করেন। তারপর তড়িঘড়ি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান তাঁরা।
জানানো হয়, ১২ এপ্রিল ভোর ৫টা থেকে বেলা ১১ টা পর্যন্ত হনুমান চালিসা পাঠ করতে চান। ৩০০০ লোক থাকবে বলে জানানো হয়। ৩২/১৮ ফিট, হাজারটা চেয়ার, দু’টি লাউড স্পিকার, মাইক ও চোঙ থাকবে বলে জানানো হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সব শুনে নির্দেশ দেন, রেড রোডে বা কোনও পাবলিক প্লেসে যে কোনও ধর্মীয় অনুষ্ঠান করতে হলে সেটিতে রাজ্য সরকারের অনুমতি লাগে। রাজ্য অনুমতি না দিলে আর তা আদালতে বিচারাধীন হলে আদালতও অনুমতি দিতে পারে না।