📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হাওড়ায় রামনবমীর মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, মিছিলে PVC দিয়ে তৈরি যে কোন ধর্মীয় প্রতীক নিয়ে ব্যবহার করা গেলেও ধাতুর তৈরি কোনও হাতিয়ার ব্যবহার করা যাবে না। দুই সংগঠনের ৫০০ জন করে মোট ১০০০ জন লোক মিছিলে থাকতে পারবেন।জানানো হয়েছে, সকাল ৮:৩০ টা থেকে ১ টা পর্যন্ত মিছিল করবে অঞ্জনী পুত্র সেনা। আবার বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ। এর পাশাপাশি মিছিলে থাকা সকল অংশগ্রহণকারীদের আইডি কার্ড রাখার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।
শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
